ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০৯, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।     

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৪০ গ্রাম ১৩৯০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

০৮ নভেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি